সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে নিহত মাহাদী ওরফে পলাশ আহমেদের লাশ বাড়িতে আনবেন না বলে জানিয়েছেন তার বাবা পিয়ার জাহান সরদার। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘অবাধ্য ছেলের লাশ আনব না। দাফনও করব না। ও সারা জীবন আমাদের জ্বালিয়েছে। মরে গিয়েও আমাদের সবার কাছে ছোট করে গেল।’
২৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুরের দুধঘাটা গ্রামে গেলে সাংবাদিকদের কাছে তার বাবা পিয়ার জাহান এসব কথা বলেছিলেন। যদিও ২৬ ফেব্রুয়ারি তিনি সন্তানের লাশ এনে দাফন করেছেন। এক পিতার আক্ষেপ ও কষ্টটা বুুঝবার অধিকার শুধু সেই পিতারও থাকবে যিনি সন্তানের এমন কর্মকান্ডের শিকার হয়েছেন।
এক প্রশ্নের জবাবে পিয়ার জাহান বলেছিলেন,‘খবর পেয়ে সকাল থেকেই শতশত মানুষ আমার বাড়িতে ভিড় করছেন। এটা আমার জন্য চরম লজ্জার। আমি মানুষের সামনে মুখ দেখাব কি করে?’
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটি (বিজি-১৪৭) ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারী। চলচিত্র নায়িকা সিমলাকে বিয়েও করেছিল পলাশ।