সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সাউথ এশিয়া ‘ল’ ইয়ার্স ফোরাম (এসএএলএফ) চাপটার, নারায়ণগঞ্জ এর সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২৩ ঘোষণা করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার সময় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও এসএএলএফ এর আন্তর্জাতিক এবং জাতীয় চাপটারের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ।
সভায় (এসএএলএফ) এর নারায়ণগঞ্জ চাপটারের সভাপতি, নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট এম রেজাউল করিম খান রেজা’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগের আইনজীবী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এর এডভোকেট মোঃ লিয়াকুজ্জামান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও (এসএএলএফ) জাতীয় চাপটার এর সাধারণ সম্পাদক এডভোকেট এস.কে সাইফুজ্জামান।
এছাড়া নব গঠিত কমিটির আরো উপস্থিত ছিলেন- সাউথ এশিয়া ‘ল’ ইয়ার্স ফোরাম নারায়ণগঞ্জ চাপটার এর নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী এডভোকেট মোঃ রবিউল আমিন রনী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হাসান ভূইয়া, এডভোকেট কামরুজ্জামান, সহ-সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম তালুকদার, এডভোকেট সাহিদা আফরোজ মুক্তি, এডভোকেট আব্দুল রউফ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আছমা হেলেন বিথী, সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট সামসুজ্জামান, এডভোকেট নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দা মুকুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফাতেমা করিম পুতুল, সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মোঃ মাইন উদ্দিন, অর্থ সম্পাদক এডভোকেট তাছলিমা আক্তার তুলি, খেলাধূলা ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আমেনা আক্তার শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আরসাদুজ্জামান ইমন, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট আছমা আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সোবাহান মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট সুমন কাজী, কার্যকরী সদস্য এডভোকেট শাহজাহান মোড়ল, এডভোকেট মুস্তাফিজুর রহমান ইমন, এডভোকেট সীমা ছিদ্দিকী, এডভোকেট শবনম মহসিন, এডভোকেট শফিকুল ইসলাম শিমুল, এডভোকেট গোলাম সারোয়ার, এডভোকেট হালিমা, এডভোকেট ময়না, এডভোকেট দিপু, এডভোকেট মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাধারণ সভা শেষে নারায়ণগঞ্জ জেলা চাপটার এর নব গঠিত কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা এবং পরিশেষে মধ্যানহ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।