নির্ভয়ে করোনার ভ্যাকসিন নিন: জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই নারায়ণগঞ্জবাসীকে বলেছেন, করোনা ভাইরাসের টিকায় খুব বেশি পার্শ্বপ্রতিক্রিয়া নেই, আপনারা নির্ভয়ে টিকা নিন। করোনা ভাইরাসের টিকা প্রধানমন্ত্রীর একটি মহতি উদ্যোগ। ইতিমধ্যে ৫ লক্ষাধিক মানুষ করোনা ভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমার আওয়ামী লীগের নেতা কর্মীসহ আপামর জনসাধারণকে বলবো, আপনারা সবাই নির্ভয় করোনার ভ্যাকসিনের টিকা নিতে পারেন। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই যে আজকে আমি নিলাম টিকা নিলাম আমি বুঝতেই পারিনাই যে আমি টিকা নিয়েছি। আমার কোন প্রকারের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পরিবারসহ কোভিড-১৯ করোনা টিকা নেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও তার সহধর্মিণী আসমা হাই। এসময়ে টিকা নেওয়ার পর অনুমতি ব্যক্ত করে তিনি এসব কথা বলেন।

আবদুল হাই আরোও বলেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ ও ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে করোনার টিকার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। আমরা আশা করি এই টিকার মাধ্যমে করোনা ভাইরাস ধ্বংস হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে করোনা ভাইরাস মুক্ত হয়ে যাবে।

এসময়ে আরোও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মেহেদী হাসান রবিন, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পনির, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।