সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে দেখতে চান বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের মহাজোটের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। একই সঙ্গে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীলকে জেলা পরিষদের মত উচ্চ স্থানে বসিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের সৈয়দপুুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু অডিটোরিয়াম উদ্বোধন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান এমপি সেলিম ওসমান।
এমপি সেলিম ওসমান তার বক্তব্যে বলেন, আমার অত্যন্ত ছোট ভাই একেএম শামীম ওসমান। তার সঙ্গে চলাফেরা করেছে আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। যারা শামীম ওসমানের সঙ্গে চলাফেরা করেছে তাদেরকে আমি সন্তানের মত লালন পালন করেছি। মাঝে মাঝে মান অভিমান তৈরি হয় আমাদের। আমি মনে করি শামীম ওসমান যেহেতু এমপি হতে পেরেছে তার বন্ধুরাইও উচু স্থানে বসার যোগ্যতা রাখেন। আমি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে দেখতে চাই। সেই যোগ্যতা তার রয়েছে।
তিনি আরও বলেন, আরও রয়েছেন খোকন সাহা, চন্দন শীলও। জেলা পরিষদের চেয়ারম্যান পদের মত উচ্চ স্থানে তাদেরকে আমরা ঠিক সময়মত বসিয়ে দিব।
জেলা আওয়ামীলীগের এক নেতাকে ইঙ্গিত করে সেলিম ওসমান বলেন, বিলাইয়ের মিউ মিউয়ে কেউ বিচলতি হইয়েন না। বিলাই তো মিউ মিউ করবেই। এখানে আসার আগেও শুনেছি বিলাই নাকি মিউ মিউ করেছে।
এ ছাড়াও ওই অনুষ্ঠানে গোগনগর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা জসিমউদ্দীনকে সমর্থন ঘোষণা করেছেন সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। একই সঙ্গে তিনি জাতীয়পার্টির কোন প্রার্থী এখানে না দিয়ে জসিমউদ্দীনকে জাতীয়পার্টি থেকে সমর্থণের ঘোষণা দিয়ে জসিমউদ্দীনকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান সেলিম ওসমান।
ওই সময় মঞ্চে উপস্থিত জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই দাঁড়িয়ে গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতি আহ্বান রেখে বলেন, ইউনিয়ন থেকে কেন্দ্রে ৩ জন প্রার্থীর নাম পাঠানো হবে। যেখানে জসিম উদ্দীনের নামটি যেনো এক নম্বরে রাখা হয় সেই আহ্বান জানান।
পরে সেলিম ওসমান বলেন, জসিম উদ্দীনকে নৌকা দেন না বা দেন, আমরা জাতীয়পার্টির কোন প্রার্থী এখানে দিব না। জসিমউদ্দীন যেই প্রতীকেই নির্বাচন করুক আমরা জসিমউদ্দীনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিলাম।
এখানে উল্লেখ্যযে, গত নির্বাচনে এখানে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন জসিমউদ্দীন। নির্বাচনে চেয়ারম্যান পদে নওশেদ আলী মটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হোন। ওই নির্বাচনে নওশেদ আলীকে এমপি সেলিম ওসমান সমর্থন করেছিলেন। কয়েক মাস পূর্বে নওশেদ আলীর মৃত্যু হয়। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নূর হোসেন সরদার।