কলাগাছিয়া ইউনিয়নবাসীর পাশেই আছি: কাজিম উদ্দীন প্রধান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেছেন, যারা জনসেবা করে তারা কোন কিছু পাওয়ার আশায় করে না। আজকে মৃত্যুবরণ করলে কালকে মানুষ ভুলে যাবে। কিন্তু আপনি যদি জনগণের কল্যাণে যদি কাজ করে যান তাহলে আপনাকে মানুষ কখনোই ভুলতে পারবেনা। এটা পরকালেও আপনার মুক্তির পথ করে দেবে।

১২ ফেব্রুয়ারি শুক্রবার মুজিবশতবর্ষ পালন উপলক্ষে বন্দরের ফরাজিকান্দা, ঘারমোড়া, আলীনগর এবং কল্যান্দি এলাকায় শীতার্তদের মাঝে প্রায় ৫’শ কম্বল বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অনেকেই আমার নির্বাচনের বিষয়ে বলেন। আমি বলতে চাই নির্বাচন করি আর না করি মানুষের পাশে সব সময় আছি এবং থাকব। আমি চেয়ারম্যান হতে চাইনা। আমি আপনাদের ভালোবাসা চাই। আমি আপনাদের ডাকে সাড়া দিতে চাই। কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান থেকে উচ্চ পদে আমি। আমি চেয়ারম্যানী করতে আগ্রহী নই কিন্তু এই কলাগাছিয়াবাসীর সাথে থেকে গরীব-দুঃখি মানুষদের খেদমত করতে আগ্রহী।

কম্বল বিতরনী অনুষ্ঠানের প্রতিটি স্পটে উপস্থিত ছিলেন-সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মঞ্জুর হাসান মঞ্জু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কৃষকলীগের সাবেক সভাপতি রহমত উল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ, ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি শহিদ হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, ফরাজীকান্দায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলম মেম্বার, ২নং ওয়ার্ডে ও আলীনগরে আওয়ামীলীগ নেতা মোঃ হারিছউদ্দিন এবং ৩নং ওয়ার্ড, ঘারমোড়ায় সাবেক কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।