সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতেতে আজহারুল ইসলাম মান্নান বলেছেন, রনাঙ্গের সাহসী বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক সেক্টর কমান্ডার প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল সিদ্ধান্ত হঠকারী ও প্রতিহিংসাপরায়ন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের বিদায় বেলায় আওয়ামীলীগ আগুন নিয়ে খেলা শুরু করেছে। সেই আগুনে পুড়ে এই অবৈধ সরকারের পতন ঘটবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বাধীনতার ৫০ বছর পূতিকে সামনে রেখে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষকের বীর উত্তম খেতাব বাতিল সিদ্ধান্ত হঠকারী ও প্রতিহিংসা পরায়ন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। কারন শহীদ জিয়াউর রহমানের নামের সাথে ১৬ কোটি মানুষের আবেগ ভালবাসা জড়িয়ে আছে। এদেশের মানুষের হৃদয়ে শহীদ জিয়াউর রহমান ঘুমিয়ে আছে। তারা মনে করে জিয়াউর রহমানকে অপমান করা মনে মহান স্বাধীনতা ও বাংলাদেশকে অস্বীকার করা।
অন্যদিকে এখানে প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।
এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকা এবং রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসন সহ আরো নানা অভিযোগ।
কাউন্সিলের ওই একই বৈঠকে, খোন্দকার মোশতাক আহমেদের নাম মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘স্মরণীয় বরণীয়’ ব্যক্তি হিসেবে যে রাষ্ট্রীয় তালিকা, সেখান থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্ত কার্যকর করা বা না করা নির্ভর করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে।