সোনারগাঁয়ে সন্ত্রাসী মোহামুদুল্লাহ বাহিনীর শাস্তির দাবিতে মানববন্ধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার করোনা যোদ্ধা টিম লিডার মোঃ সানাউল্লাহ বেপারীর উপর অতর্কিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদী বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

জানা গেছে, বৈদ্যের বাজার ইউনিয়নের মাদক ব্যবসায়ী সন্ত্রাসী মোহাম্মদুল্লাহর নেতৃত্বে করেনা যোদ্ধা টিম লিডার মোঃ সানাউল্লাহ বেপারীকে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। সানাউল্লাহর উপর হামলায় হামলাকারীরাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও থানা পুলিশ রহস্যজনক কারনে মোহাম্মদুল্লাহর নাম বাদ দিয়ে মামলা গ্রহন করে।

এলাকাবাসীর সুত্রে আরও জানা যায়, গত ৮ ফেবুয়ারি সোমবার রাত ৯ টার দিকে সানাউল্লাহ বাড়ি ফেরার পথে একদল সন্তাসী বাহিনী তার পরিকল্পিতভাবে হামলা করে। এতে করে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় সানাউল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সানাউল্লাহ তার সহধর্মিনী মরিয়ম বেগম, মা খোরশেদা বেগম, বাবা তোফাজ্জল হোসেন, গোলজার হোসেন, মানসুন মিয়া সহ স্থানীয়রা।