বর্তমান প্রজন্ম রক্ষায় খেলাধুলার বিকল্প নাই: তানভীর আহমেদ টিটু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তারভীর আহমেদ টিটু বলেছেন, খেলাধুলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে। আমাদের আগামী প্রজন্ম রক্ষা করতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজনের কোন বিকল্প নাই।

১২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ফতুল্লা ব্লাড ডোনার্স আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুনামের্ন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে মাদক প্রবেশ করেছে। এই মাদকের হাত থেকে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে সমাজের প্রতিটি স্তুরের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা নিজেরা সচেতন হলে যুব সমাজের মাদক সহ কোন ধরণের অপরাধে জাড়াতে পারবে না।’ ওই সময় তিনি অভিভাকদেরেআরো সচেতন হওয়ার অনুরোধ করেন।

ফতুল্লা ব্লাড ডোনার্সের সভাপতি তৌকির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সানির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, ফতুুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, ইউপি সদস্য মোঃ রঞ্জু, সংগঠনের যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, তানজিল, মাসুম প্রমূখ।