সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন. আমি এখনো টিনের ঘরে থাকি। এবার বুঝেন আমি কেমন রাজনীতি করি?
অন্যদিকে নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ ২৫ বছর যাবত শহর আওয়ামীলীগ ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন খোকন সাহা। দীর্ঘ ৪৫ বছরের রাজনীতিতে তার বিরুদ্ধে টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী লালন পালনের মত অভিযোগ ওঠেনি। আইন পেশায়ই একমাত্র আয়ের উৎস তার। সেখান থেকেই রাজনীতিতে খরচ করেছেন। নেতাকর্মীদের যেকোন প্রয়োজনে যাকে সবার আগে পাওয়া যায় তিনি হলেন খোকন সাহা। যে কারনে নেতাকর্মীরা তাকে কর্মীবান্ধব নেতা হিসেবে অবহিত করেন। একজন সাধারণ মানুষের মতই তার জীবন যাপন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অগ্নিকন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করছে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তাই যারা এখনও মানুষের অপপ্রচার নিয়ে রাজনীতি করে তাদেরকে সবাই বয়কট করুন।
সিদ্ধিরগঞ্জ উপাষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দক্ষিণপাড়ায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভ্রমানগাঁ দুস্থ মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আলেয়া বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও মহানগর মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহামুদা আক্তার মালা, নারায়ণগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যাুরো এম এম সাইদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার আশোক কুমার ষোষ, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ কে এম নেয়ামত উল্লাহ বাবু, থানা ম্যানেজার আশরাফুল ইসলাম প্রমুখ।