সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে লাখ টাকার জাল নোট সহ এক প্রতারকতে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমান জাল টাকা উদ্ধার করা হয়েছে।১৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টায় সময় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ঢাকেশ্বরী এলাকায় জাল টাকা বিতরণ করার দায়ে সোহেল হোসেন ওরফে রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে ১ হাজার টাকা মূল্যের ১০১টি এবং ৫’শ টাকা মূল্যের ২টি জাল নোট সহ মোট ১ লাখ ২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী মোঃ সোহেল হোসেন ওরফে রুবেল ভোলা জেলার দৌলতখাঁ থানাধীন চরপাতা এলাকার মোঃ বেলায়েত হোসেনের ছেলে। দীর্ঘদিন যাবৎ সে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল।
র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করা এই ব্যক্তির উপর গোয়েন্দা নজরদারী করে ঘটনার সত্যতা পায়। অতঃপর গত ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে ১ লাখ ২ হাজার টাকার জাল নোট উদ্ধার সহ উল্লিখিত আসামীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
নিবিড় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশ পাশের এলাকায় বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে।