সাখাওয়াতকে সদর থানার ওসি’র হুমকি: উঠিয়ে নিয়ে যাবো, মাইন্ড ইট!

সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে অহেতুক তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান। এমন অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিছিল ও সমাবেশ শেষে চলে যাওয়ার পথে ওসি প্রকাশ্যে এমন হুমকি দেন।

জানাগেছে, বিএনপির প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শনিবার সকালে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচি শেষ করে সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে প্রবেশ করেন। এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান পুলিশ ফোর্স নিয়ে শহীদ মিনারে আসেন এবং সাখাওয়াত হোসেন খানকে তৎক্ষনাত সেখান থেকে চলে যেতে নির্দেশ দেন। অন্যথায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেন।

ওসি শাহ জামান অ্যাডভোকেট সাখাওয়াতকে উদ্দেশ্য করে বলেন, যান এক্ষুনি বেড়িয়ে যান। ফাইজলামি শুরু করছেন! একটাকেও যদি আর এখানে দেখি উঠিয়ে নিয়ে যাবো, মাইন্ড ইট।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাখাওয়াত হোসেন খান।