সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভ্যাকসিন নিবন্ধনে এলাকাবাসীকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন মিশনপাড়া পঞ্চায়েত’র যু্গ্ম সচিব জাহিদ আহমদ। তিনদিন যাবত নিজ কার্যালয় আর.এস কেবল নেটওর্য়াকে বসে করোনা ভ্যাকসিনের জন্য আগত মানুষকে বিনামূল্যে নিবন্ধনের সেবা দিয়ে যাচ্ছেন সমাজসেবক ও জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির উপদেষ্টা জাহিদ আহমদ।
নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন কাঁচপুর ওমর আলী হাই স্কুলের শিক্ষক ইসমাইল হোসেন মাষ্টার। এ পর্যন্ত ৩০ জনকে নিবন্ধন করানো হয়েছে।
জাহিদ আহমদ জানান, মহল্লার অনেকে নিবন্ধন প্রক্রিয়া জানে না। একজন সমাজকর্মী হিসেবে তাদের সহযোগীতা করা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। তিনি নিবন্ধনের সময় এনআইডি এবং গ্রামীণফোনের সিম ছাড়া মোবাইলে অন্য কোম্পানির সিম আনতে অনুরোধ জানিয়েছেন। মিশনপাড়াবাসী ছাড়াও অন্য যে কোন এলাকার মানুষ মিশনপাড়া জাহিদ আহমদ’র আর.এস কেবল নেটওর্য়াক কার্যালয়ে এসে নিবন্ধন করতে পারবেন বলে জানান ইসমাইল হোসেন মাস্টার। জাহিদ আহমদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।