সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের প্রভাবশালী দুই এমপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভী। তিনি বলেছেন, এমপি সেলিম ওসমান পরের টাকায় দানবীর সাজছেন। এমপি শামীম ওসমানকে বলেছেন ছিচকে গুন্ডা। ওলামা সমাজকে নিয়ে বলেছেন, তারা শামীম ওসমানের ভাড়াটে গুন্ডাদের মত কথা বলছে।
মেয়র আইভীর এসব বিস্ফোরক মন্তব্যে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ক্ষোভে ফেটে পড়ছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। ওলামা সমাজের অভিযোগ মসজিদ মাদ্রাসায় বাধা সৃষ্টি করে একই সঙ্গে পুুরো মুসলিম জাতিকে ক্ষেপিয়ে তুলছেন মেয়র আইভী। এর আগেই হিন্দু সম্প্রদায় দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে আন্দোলন করে আসছেন।
কয়েক মাস যাবত হিন্দু সম্প্রদায় মেয়র আইভী ও তার পরিবারের স্বজনদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে আন্দোলন করে আসছে। সভা সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছে হিন্দু সম্প্র্রদায়। একই সঙ্গে ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল ও কেন্দ্রীয় হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমান মেয়র আইভীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এবার নতুন করে আন্দোলনে নেমেছেন। তাদের অভিযোগ ডিআইটি মসজিদের সামনে ওভার ব্রীজ নেয়া হবে এবং বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে মেয়র আইভী।
এসব ঘটনায় যখন নারায়ণগঞ্জের মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে তখন জেলার দুই এমপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মেয়র আইভী। এই ঘটনায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করছেন। একই সঙ্গে জাতীয়পার্টির এমপিকে নিয়ে মন্তব্য করায় জাতীয়পার্টির নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। ওলামা পরিষদের নেতাদের ভাড়াটে গুন্ডাদের মত বলায় ওলামা পরিষদ আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে। ফলে নারায়ণগঞ্জের রাজনীতি আবারো উত্তপ্ত হয়ে ওঠলো।
ঘটনা সূত্রে জানাগেছে, গত ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জ মহানগরীতে অবস্থিত আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে একটি অনুষ্ঠানে এসব বিস্ফোরক মন্তব্য করেন মেয়র আইভী।
নারায়ণগঞ্জের প্রভাবশালী দুই এমপিকে উদ্দেশ্য করে মেয়র আইভী সেদিন বলেছেন, হিন্দু মুসলমান ক্ষেপিয়ে মনে করেছে শামীম ওসমান অনেক বড় গুন্ডা। না, তিনি প্রকৃত অর্থে একটা ছিচকে গুন্ডা। সাহস নাই। সে সাহস থাকলে আমার সাথে লড়ুক। যদি সত্য সাহস থাকে, তাহলে আসুক আমার সাথে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, সামনে আসুক।
হিন্দু সম্প্রদায়ের জিউস পুকুরের জমি দখলের অভিযোগ ও আন্দোলন নিয়ে আইভী আরো সমালোচনা করে বলেছেন, ‘ওই জিউস পুকুর নিয়ে, ফতুয়া দিয়ে, সিধুর পরেছি, হিন্দু হয়ে গেছি; এই ধরণের কথা বার্তা এই যোগের মানুষ এখন খায় না। এইটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। এখন ছেলে মেয়েরা সারা দুনিয়ার তথ্য ঘরে বসে বের করে ফেলে। এখানে দখল দারিত্ব আর দখলের জায়গা নেই।’
নগরীর বাগে জান্নাত মসজিদ মাদ্রাসার বিষয়ে মেয়র আইভী আন্দোলনকারী ওলামা পরিষদ নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘বাগে জান্নাত মসজিদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিজেস্ব জমিতে। আপনি অবৈধভাবে সিটির জায়গায় মসজিদ করে রাখবেন? ওয়াক্ফ করার কি প্রয়োজন নাই? ওয়াক্ফ ছাড়া কি নামাজ হয়? আপনারাই বলেন। ওফাক্ফ ছাড়া আপনারা নামাজ পড়ছেন। আমরা বলেছি, এটাকে বৈধভাবে করে দেই। সেখানে কার বাড়া ভাতে ছাই পড়লো? কেন পানি ঘোলা করা হচ্ছে?’
ওলামা পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের আন্দোলন রাজনৈতিক কারন হিসেবে তিনি দাবি বলেন, ‘৫ বছর পর পর নাটক মঞ্চস্থ করতেই হয়। সেই নাটকে এবার আসছে জিউস পুকুর ও মসজিদের পর্ব। আমি মসজিদ ভাঙ্গবো কি কারণে? যেখানে আমি ৬টা মসজিদ করে দিয়েছি। শেখ রাসেল পার্কের পাশেই আরেকটি বড় মসজিদ সরকার করে দিচ্ছে। আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে সহযোগীতা করছি। শুনেন মিথ্যা কিন্তু বেশি দিন টিকে থাকে না। সত্য আসবেই। আমি সত্য কথা বলি, মিথ্যা কথা কোন দিন বলি না। আমি সত্য কথা বলি সব সময়। কাজ করি, মানুষকে সম্মান করি।’
এমপি একেএম সেলিম ওসমান পরের টাকায় দান করে দানবীর সাঁজছেন বলে মন্তব্য করে মেয়র আইভী বলেছেন, দুই ভাই শেখ হাসিনাকে ছাড়াই নারায়ণগঞ্জের মেয়র ঘোষণা করে দেন। আপনি জাতীয় পার্টিতে আছেন, জাতীয় পার্টি নিয়েই থাকেন। আর নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ থাকতে দেন। নইলে আপনার প্রার্থী দেওয়ার যোগ্যতা নাই, সমর্থনও নাই।’
তিনি সেলিম ওসমানকে আরো বলেন, ‘অন্যের টাকা দান করে দানবীর হয়ে যান। ব্যবসায়ীদের টাকা দান করেন, দানবীর হয়ে যান। যেখানে আছেন সেখানে থাকেন। দানবীর আছেন দানবীর অবস্থায় থাকেন। মোল্লাদের নিয়ে, হিন্দুদের নিয়ে সাংস্কৃতি কর্মীদের নিয়ে এত বেশি বাড়াবাড়ি কইরেন না। আপানাদের তৌফিক দিক নাটক মঞ্চস্থ করার আর আমাদের তৌফিক দিক জনগণকে নিয়ে সেই নাটক দেখার। বকিটা আপনাদের উপর।’