সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়ালকে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আসছেন তো অন্য শহর থেকে। এই নারায়ণগঞ্জের মানুষতো আপনারা না। আসেন নামাজ, রোজা পড়ান, নিজেদের পকেট ভারি করেন। আবার সময় সুযোগ বুঝে চলেও যান।’
গত ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে মহানগর ওলামা পরিষদের উদ্দেশ্যে পরদিন ১৩ ফেব্রুয়ারি শনিবার আলী আহম্মেদ চুনকা পাঠাগার মিলনায়তনে শনিবার একটি অনুষ্ঠানে এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
আইভী আরও বলেন, ‘গতকালের (শুক্রবার) অনুষ্ঠানে যে ধরণের কথা বলছেন, এই ধরণের কথা, একজন আলেমের মুখ থেকে কিভাবে বের হয়? এখন প্রশ্ন আসে, সত্যিকার অর্থে তারা কতক্ষাণি আলেম।’
মেয়র আইভী বলেন, ‘কোরআন হাদিস পড়া লোকজন তাঁরা কথা বলবে, মানুষকে বিপদগামী থেকে দুরে সরিয়ে আনার জন্য। তাদের কথা শুনে মানুষ বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করবে। ইসলামের প্রতি আকর্ষণ ফিল করবে। আর তারা এমন ভাবে মঞ্চ কাপিয়ে গেলেন, মনে হলো শামীম ওসমানের ভাড়াটে গুন্ডারা এখানে কথা বলছে।’
ওলামা পরিষদ নেতাদের ভুমিকা নিয়ে মেয়রের অনুুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বলেন, ‘আচ্ছা, আপনারা কি দেখেছেন কখনো, তথা কথিত ভদ্রলোক (ওলামা পরিষদ), তারা কখনো একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে? আমি কোনদিন দেখি নাই। অথচ, কাফের ফতুয়া দিয়ে নারায়ণগঞ্জে অরাজগতা সৃষ্টি করতে চাইছে। এ ধরণের বেফাঁস কথা বলে নারীকে মানহানী করা। তাদের কি বাচ্চা নাই? মা নাই? বোন নাই? ওরা কিভাবে একজন নারীকে নিয়ে বলে, আমি গুমটা দিলাম কিনা, আংটি পড়লাম কি না। এই নারায়ণগঞ্জের মানুষকে উত্তেজিত করার কোন প্রয়োজন নাই আপনাদের। আমরা অনেক শান্ত প্রকৃতির মানুষ। কিন্তু প্রয়োজনে আমরা কাউকে ছাড়তেও রাজী না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ, বর্তমান প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর প্রমুখ।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সভাপতি মীর আনোয়ার হোসেন।