সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের বসুন্ধরা পেপার মিলস’র বেল্টে পড়ে গিয়ে টিপু সুলতান (১৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি সোমবার উপজেলার মেঘনা ঘাট সংলগ্ন বসুন্ধরা পেপার মিলসে কাজ করার সময় রাত ১২টায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত টিপু সুলতান পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আনোয়ার আলী আনুর তিন সন্তানের মধ্যে ১ম সন্তান।
নিহতের মামা আবু মিয়া জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নাইট ডিউটির উদ্দেশ্যে স্থানীয় বসুন্ধরা পেপার মিলসে কাজে যায়। পরে দিবাগত রাত ২টার দিকে কোম্পানির কর্মকর্তা ফোন করে জানায় টিপু কর্মস্থলের মেশিনের বেল্টে পড়ে গিয়ে মারা গেছে। এ খবর শুনেই সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ নিয়ে আসি।
বসুন্ধরা পেপার মিলসের প্রশাসন বিভাগের এডমিন ম্যানেজার আফতাব উদ্দিন বলেন, পেপার তৈরির ফ্রণ্ট গিয়ার বেলে কাগজ আটকে গেলে টিপু চলন্ত অবস্থায় তা পরিষ্কার করতে গেলে মেশিনের ভেতর পড়ে গিয়ে সাথে সাথেই মারা যায়। আমরা প্রাথমিক অবস্থায় দাফনকার্য সম্পাদনের জন্য নিহতের পরিবারকে দশ হাজার টাকা দিয়েছি। আগামী ২/১ দিনের মধ্যে আমরা স্থানীয় জনপ্রতিনিধির সহযোগীতায় শোকসন্তপ্ত পরিবারকে কোম্পানী থেকে আর্থিক সহায়তা প্রদান করব।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষ কিছু জানায়নি এবং অবগত নই। অভিযোগ পেলেই আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।