সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি হিসেবেই বেশ সাংগঠনিক নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। মহানগর বিএনপির কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছিল। সেই পদ থেকে প্রত্যাহারের আবেদনও করেছিলেন তিনি। সেই থেকে মহানগর বিএনপির ব্যানারে অনুষ্ঠিত কোন কর্মসূচিতেই ছিলেন না খোরশেদ। কিন্তু প্রায় সাড়ে তিন বছর পর মহানগর বিএনপির ব্যানারে কর্মসূচিতে উপস্থিত হলেন খোরশেদ। যেখানে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম রাজপথের কর্মসূচিতে নাই দীর্ঘদিন, সেক্রেটারি এটিএম কামাল বর্তমানে আমেরিকা প্রবাসী।
এমন পরিস্থিতিতে মহানগর বিএনপির বেশকজন নেতাকর্মী যখন হাতে গোনা কয়েকজন নিয়ে মাঝে সাঝে চাষাড়ার বালুর মাঠের গলির চিপায় সমাবেশ করেন, যখন মহানগর বিএনপির ব্যানারকে বামপন্থী কোন সংগঠনের কর্মসূচি মনে করেন নারায়ণগঞ্জের মানুষ, তখন সেই মহানগর বিএনপির ব্যানারের তলায় আসলেন খোরশেদ। যে কারনে কেউ কেউ বলছেন, নিজের পদ প্রত্যাহার করে নিয়ে খোরশেদ এখন ডুবক্ত জাহাজের নাবিক!
এরি মাঝে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সেক্রেটারি এটিএম কামাল যখন রাজনীতি থেকে অটো বিতারিত তখন মহানগর বিএনপির পুরো রাজনীতির নিয়ন্ত্রণ চলে গেছে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে। এ মহানগরীতে মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে এখন সাখাওয়াতের নেতৃত্বেই বিশাল বিশাল শোডাউন দেখা যায়। এখন পরন্ত বেলায় অভিভাবকহীন ব্যানারের নিচে এসে তিনি মহানগর বিএনপির কমিটি মেনে নিয়েছেন। কারন কমিটি গঠনের পর তিনিই কমিটির তীব্র সমালোচনা করেছিলেন। কেন্দ্রীয় নেতারা দোকান বসিয়ে এই কমিটি দিয়েছেন বলেও মন্তব্য করায় এই মহানগর বিএনপির নেতারাই খোরশেদের বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ করেছিলেন। খোরশেদকে তৃৃতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখায় তিনি অব্যাহতির আবেদন করেছিলেন। কারন একটি ওয়ার্ডের কাউন্সিলরের সচিবকে খোরশেদের আগের পদে যুগ্ম সম্পাদক পদে রাখা হয়েছিল। অবশেষে এই মহানগর বিএনপির ব্যানারের তলায় খোরশেদ।
ঘটনা সূত্রে জানাগেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে চাষাড়ার বালুর মাঠের গলির চিপায় মহানগর বিএনপির বেশকজন হাতে গোনা নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন। যেখানে উপস্থিত হয়েছেন কাউন্সিলর খোরশেদ।
অন্যদিকে একই সময়ে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শোডাউন করে কর্মসূচি পালন করেছেন সাখাওয়াত হোসেন খান।