কবিতা: তুমি আমার বৃষ্টি —– সুমী ধর

………………….
আজ বৃষ্টি নেমেছে
আমার স্বপ্ন জেগেছে,
তাইতো তোমায় খুঁজছে এই মন।

কোথায় তুমি?
চলোনা হারিয়ে যাই দূর কোথাও রণে-বনে।

টিনের চালে ঝঁম ঝঁম করে
স্বপ্ন ভরা ঘুমের রাতে,
বৃষ্টি আমায় দিল জাগিয়ে।
ইচ্ছে করে উঠোন দ্বারে
তোমায় নিয়ে ভিজি দু’জনে।

বৃষ্টি আসলেই ধড়ফড় করে বুক যে আমার,
লাজুক রাঙা ঠোঁট দুটো খোঁজে শুধু তোমায়।

তুমি যদি বৃষ্টির জলে ভেজাও তোমার অঙ্গ,
বৃষ্টি ভেজা আচঁল দিয়ে জড়াবো তোমায় রঙ্গনীলায়।

বৃষ্টি ভেজা অঙ্গে যখন একাকার হবো দুজন,
বুঝে নিও ভালোবেসেছে আমাদের এই দুটি মন।

আজ শিহরণে কেঁপে উঠেছে
আমার সর্বাঙ্গে সুখ,
ভেসে উঠে আঁখি দুটোই
তোমার মায়া ভরা মুখ।

হারিয়ে যখন যাও তুমি
গভীর রাতের আধাঁরে,
খুঁজে বেড়াও কোন অতিথি পাখিটার তুমি সন্ধানে??
তাইতো দূরে থাকো এভাবে সরে সরে।

আমার এই হৃদয় দহনে
বর্ষা হল আঁকা,
মন খারাপ হলে আমি দাঁড়িয়ে থাকি একা।

আমি যখন বসে ভাবি একান্তরে মনে,
অদৃশ্যে ভালোবাসা জেগে উঠে অন্তরে।
তাইতো বৃষ্টি আসলেই খুঁজি তোমায় নিরবে।