সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় বালু ভরাটের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে কেউ কেউ বলেছেন ভিন্ন কথা। পুলিশি ভুমিকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ ওঠেছে স্থানীয় আলাউদ্দীন বাহিনীর হামলায় সমর আলী নামে ওই ব্যক্তি নিহত হন।
২০ ফেব্রুয়ারি শনিবার সকালে আলাউদ্দিন বাহিনীর লোকজন সমর উদ্দীনকে কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সমর আলী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত সফর আলী ছেলে।
স্থানীয়রা জানান, বালু ভরাটের টাকা চাওয়াকে কেন্দ্র করে নয়াগাঁও এলাকার আলাউদ্দিন বাহিনী সাদেকুর রহমান নামের এক মুদি দোকানদারকে আগের দিন শুক্রবার বিকেলে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় শুক্রবার রাতেই দু’পক্ষ সংঘর্ষে জড়িছে।
এ সময় আলাউদ্দিন বাহিনী দফায় দফায় জজমিয়া বাহিনীর লোকের উপর হামলা করে বাড়ীঘর ভাংচুর করে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়।
আলাউদ্দিন বাহিনী পুলিশের উপস্থিতিতে জজমিয়া বাহিনীর উপর হামলা করে। শনিবার সকালে জজ মিয়ার লোকজন বাড়িতে ফিরতে চাইলে আলাউদ্দিন বাহিনীর লোকজন সমর আলীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা শিকার করে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক তবিদ রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়ছে। বর্তমানে এখানে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।
তবে অন্যান্যরা জানান, পিরোজপুর ইউনিয়নের বরকত ও আলাউদ্দিনের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার তাদের লোকজনের সাথে সংর্ঘষ হয়েছে।
এদিকে গত কয়েকদিন আগে দীন ইসলাম হত্যা মামলার আসামীরা জামিন নিতে গেলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করে। এ সুযোগে শুক্রবার বিকেলে আলাউদ্দিন ও তার লোকজন চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বরকতের ভাই সাদেকুর রহমানের মুদি দোকানে গিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আহত সাদেকুর রহমানকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে তারা একত্রিত হয়ে আলাউদ্দিনের লোকজনকে ধাওয়া করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছলে গ্রামবাসী চরে অবস্থান নিলে আলাউদ্দিনের লোকজন ফের সাদেকুর রহমানের লোকজনের বাড়িতে হামলা করে বাড়ীঘর ভাংচুর চালিয়ে লুটপাট করে।