সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ বন্দরের ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দি এলাকায় প্রিমিয়ার ক্রিকেট লীগ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন।
প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জমহানগর স্বেচ্ছাসেবকলীগের
আহবায়ক মোঃ জুয়েল হোসেন।
স্থানীয় সমাজ সেবক আইয়ুব হোসেনের সভাপতিত্বে ও মঞ্জুর মোর্শেদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সুমন, মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, যুব সংহতি নেতা জাহাঙ্গীর আলম পাপ্পু, মাহাবুব সিকদার, মোঃ সামসু, ইমরান হোসেন, মোঃ রুবেল প্রমুখ।
প্রধাণ অতিথির বক্তব্যে কাউন্সিলর আফজাল হোসেন বলেন, খেলাধুলা মাদক বিরোধী হাতিয়ার। যেখানে খেলাধুলা বেশি হয় সেখানে অপরাধমূলক কিছুই থাকেনা। কাজেই সমাজটাকে সুন্দর রাখতে হলে সমাজটাকে মাদক মুক্ত রাখতে হলে খেলাধূলার গুরুত্ব অপরিসীম।
কিশোর গ্যাং হয়ে ওঠার কারন হিসেবে আফজাল হোসেন বলেন, আগের দিনে আমরা যখন কিশোর ছিলাম তখন সন্ধার পর আমরা কখনো বাসা থেকে বের হতাম না। মা-বাবার ভয়ে বের হওয়ার সুযোগতো পেতাম না বরং মনে ভয় ভয় কাজ করতো। আর এখনকার ছেলেরা ঘরে থাকতেই পারেনা। এটা কেনো হবে আমাদের অভিভাবকদের গাইড লাইনের অভাব যে কারণে তাদের সন্তানরা খেয়াল খুশিমতো চলছে আর প্রশ্রয় পেয়ে পেয়ে ঘর থেকেই তারা বেপরোয়া হয়ে উঠছে। বিষয়টি আমাদের প্রত্যেক অভিভাবকের খেয়াল করা উচিত। কিশোর অপরাধীরা ঘর থেকেই বেড়ে ওঠে।