সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও তার ছেলে একেএম অয়ন ওসমান। লিপি ওসমান নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী।
টিকাদান কর্মসূচির ১৬তম দিনে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তারা এ করোনার টিকা গ্রহণ করেন।
গত ৭ ফেব্রুয়ারী রবিবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) জেলার সিভিল সার্জনের টিকা নেয়ার মধ্য দিয়ে জেলায় টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইতিমধ্যে টিকা নিয়েছেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলার করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম ও নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের নিয়ে টিকা নেন ক্লাবটির প্রেসিডেন্ট তানভীর আহামেদ টিটু।