সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেছেন, খেলাধুলাই পারে যুব সমাজকে অপরাধ মুক্ত রাখতে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজনের বিকল্প নেই।
২৪ ফেব্রুয়ারি বুধবার রাতে ফতুল্লার সরদার বাড়ি মাঠ সংলগ্ন শহীদ মাহফুজ সৃতিসৌদের উদ্যোগে ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার বর্তমান প্রজন্মকে আমাদেরই রক্ষা করতে হবে। তাদের ভালো কাজের জন্য অনুপ্রেরণা যোগাতে হবে। এ জন্য সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জয়নাল আবেদীন সরদার। এসময় বিশেষ অতিথি জুয়েল সরদার, দেলোয়ার হোসেন। যুবলীগ নেতা তানিমের উদ্যোগে আয়োজিত খেলা পরিচালনা সিফাত, আবিদ, পায়েল, তারেক, রাব্বি।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শহীদ মাহফুজ সৃতিসৌদ ও কেরানীগঞ্জের কাউটাইলের আদর্শ গ্রুপ। খেলায় বিজয়ী দল হিসেবে আদর্শ গ্রুপের হাতে পুরস্তার তুলে দেয়া হয়।