স্বাধীনতার ৫০ বছর পূর্তি: মাদকের বিরুদ্ধে সোহাগ রনির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি শাহ মোহাম্মদ সোহাগ রনির আয়োজনে মোগরাপাড়া ইয়াং ব্রার্দাস ক্লাবের উদ্যোগে এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মোগরাপাড়া এইচসিজিএস উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

একই সঙ্গে ছাত্র যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে ছাত্র যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে এই আয়োজন করা হয়। সেই সঙ্গে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিববর্ষে জাতির জনককে শ্রদ্ধাভরে স্মরণ করার লক্ষে এমন আয়োজন করেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি। এই টুর্নামেন্টের মাধ্যমে উদযাপন করা হবে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব।

এ বিষয়ে উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন, সমগ্র সোনারগাঁয়ে শুরু হয়েছে ক্রিকেট উৎসব। বঙ্গবন্ধু মোগড়াপাড়া প্রিমিয়ার লীগ আজ উদ্বোধন করা হয়েছে মোগড়াপাড়া ইউনিয়নে। ছাত্রসমাজ যুবসমাজ মাদক কিশোর গ্যাং ভুলে ব্যাটবল হাতে নিয়ে মাঠে নেমে পরুক এটাই চাওয়া। মাঠে ক্রীড়ামোদী দর্শকদের উপচেপড়া ভীড় দেখে আশান্বিত।