সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট: ৪র্থ ম্যাচে জয়ী ২০০৫

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের ব্যাচ ভিত্তিক ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২১(সিজন-১) টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে জয়ী হয়েছে জি.আর ব্যাচ-২০০৫। ২০০৪ ব্যাচকে ৬ ইউকেটে হারায় ব্যাচ ২০০৫। ম্যাচ সেরা খেলোয়ার হোন ফয়সাল। তিনি সর্বোচ্চ ৪১ রান করেন।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী আমিনপুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে ব্যাচ ২০০৪। জবাবে ২০০৫ ব্যাচ ১৫ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায়। এটি ছিল ২০০৫ ব্যাচের ৪র্থ ম্যাচ। এর আগে তিন ম্যাচে দুটি জয়ী হয় ২০০৫।

ম্যাচ শেষে অধিনায়ক আল মাহামুদ সানি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যাঁরা মাঠে উপস্থিত থেকে সমর্থন এবং খেলে “জি.আর ব্যাচ-২০০৫” কে অসাধারণ একটি জয় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আজকের পুরো খেলা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে ছিল। ২০০৪ ব্যাচ এক মহুর্তের জন্যেও ম্যাচ তাদের নিয়ন্ত্রণে নিতে পারে নাই। বিশেষ করে আমাদের অসাধারণ বোলিং, ফিল্ডিং এ-র সামনে ১৬ ওভারে মাত্র ১৪১ রানের টার্গেট দেয়। খুব সহজে হেসে খেলে জয় আসে আমাদের।

পরবর্তী ম্যাচ সম্পর্কে তিনি বলেন, আশা করি আমাদের পরবর্তী ম্যাচ ১৩ মার্চ সকাল ৮টায় ২০০২ ব্যাচের সাথেও এভাবে আমরা মাঠে উপস্থিত থাকবো এবং এই ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।