সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
অবশেষে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া কিশোরীর বিয়ে পন্ড করে দিয়েছে বন্দর থানা পুলিশ। ১ মার্চ শুক্রবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর নির্দেশে পুলিশ বাল্যবিবাহ বন্ধ করে প্যান্ডেল উচ্ছেদ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর ইউনিয়নের বাড়ৈ খালি গ্রামের সেলিম মিয়ার ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের কিশোরী কন্যাকে পার্শ্ববর্তী মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার জানে আলমের ছেলে সুমনের সঙ্গে বিয়ের তারিখ নির্ধারণ করে।
নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার দুপুরে বিয়ের চেষ্টাকালে গোপন সূত্রে খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী বন্দর থানা পুলিশকে নির্দেশ দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে বরযাত্রীসহ বিয়ে বাড়ির লোকজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ কিশোরীর বাড়ির লোকজনকে শাসিয়ে দেয়। পরে বিয়ের বাড়ির প্যান্ডেল ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।