সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী বলেছেন, একজন নাগরিক শুধুমাত্র ভোটার হলেই তার নাগরিকত্বের স্থায়ী ডকুমেন্ট সৃষ্টি হয়। এই ডকুমেন্টই নাগরিকের জন্য একটা বড় সম্পদ। তাই ভোটার হতে পর্যাপ্ত বয়স হওয়ার পরও যেসব নাগরিক এখনো ভোটার হননি, সেসব নাগরিককে ভোটার হয়ে যাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদ থেকে আহাবান জানান।
১মার্চ শুক্রবার সকাল ১০টায় ‘ভোটার হব, ভোট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার আগে বর্ণাঢ্য র্যালীটি বন্দর উপজেলা সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বন্দর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ, সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, হাজী ইব্রাহীম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহমেদ হালিম মজহার, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলী, ক্রীড়া কর্মকর্তা সিরাজুল ইসলাম ও উপজেলা কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।