সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হত না। তার জন্ম না হলে আমরা স্বাধীন হতে পারতাম না। বাংলায় কথায় বলতে পারতাম মা। আমাদের উর্দু ভাষায় কথা বলতে হবে। বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে বঙ্গবন্ধু না জন্ম হলে হত না।
৭ মার্চ রবিবার বঙ্গবন্ধুর ভাষণ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের সুপারিশ প্রাপ্ত হওয়ায় অনন্দ উদযাপন অনুষ্ঠানের প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ৭১ এর ৭ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষনে বাংলার আপমর জনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। এবং ছিনিয়ে আনে স্বাধীনতা। আপনারা জানেন জাতিসংঘে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে। আর এটা উদযাপন উপলক্ষেই আজকেই এই কেক কাটা ও অনুষ্ঠান মালা।
তিনি বলেন, অনেকেই পুলিশের ব্যাপারে নেতিবাচক ধারণা করেন। আমরা বলি দুর থেকে ধারণা করে বলে কাছে এসে দেখুন। আমাদের সেবা গ্রহণ করুন।আপনাদের সেবা দিতে আমরা পাঁচ পা এগিয়েছি আপনারা এক পা এগিয়ে আসুন। যেহুত আপনাদের টেক্সের টাকায় আমাদের বেতন হয় তাই আপনি আমার মনিব। আমি আপনার মনিব নই। তাই আপনাদের সেবা দিতে আমরা বাধ্য।
সভাপতিত্ব করেন বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাপা নেত্রী সানজিদা খানম, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজিম আহমেদ, ২৭ নং সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমূখ।