সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫ মার্চ সোমবার স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠানের আয়োজন করেছিল সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল। তারই লক্ষ্যে ১৪ মার্চ রবিবার থেকে প্রস্তুতি চলছিল। কিন্তু খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে প্যান্ডেল ভাংচুর করে কর্মীসভা পন্ড করে দেয় বলে অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক দল।
নেতারা জানিয়েছেন, সোমবার সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেজন্য রবিবার সেখানে প্যান্ডেল ও চেয়ার টেবিল এনে চলছি মঞ্চ তৈরির কাজ। কিন্তু রবিবার রাত সাড়ে ৮টায় সোনারগাঁও থানা পুুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে প্যান্ডেল ভেঙ্গে চেয়ার টেবিল সরিয়ে দেয় এবং কঠোরভাবে কর্মীসভা না করতে নির্দেশ দেয় পুলিশ।
জানাগেছে, এই কর্মীসভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা অনু মোহাম্মদ শামীম আজাদ, আরিফ হোসেন হাওলাদার, আজগর হায়াত লিমন, জুফফিকার হোসেন জনি, মাহমুদুল বারী, আকরামুল টুকন, শরীফ ফেরদৌস ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহাবুব রহমান উপস্থিত থাকার কথা ছিল।