সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুকে দেখেনি। কিন্তু তারা প্রত্যেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে নেয়ার ধারা অব্যাহত রাখার জন্য স্থানীয় প্রশাসনসহ সকল পর্যায়ে থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১৪ মার্চ রবিবার বিকেল ৫টায় নগরীর চাষাঢ়ায় জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) শফিউল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক,বিআইডবিøইটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ ও নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ ও সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং প্রবীণ সাংবাদিক বিমান ভট্টচার্য প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বঙ্গবন্ধুকে জানার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষাথীদেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এ জন্য বঙ্গবন্ধুর জীবনী এবং তার রাজনৈতিক গুণাবলীর উপর পড়াশুনা করতে হবে।
তিনি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের এ অনুষ্ঠাকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। প্রশাসনিক কাজের মধ্যে ভুলত্রুটি থাকতেই পারে। আমাদের সেই ভুলত্রুটিগুলো সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমেই পারেন সেই ভুলত্রুটিগুলো ধরিয়ে দিতে। এজন্য সাংবাদিক ও প্রশাসনের লোকজনের মধ্যে যোগসূত্র সৃষ্টি করতে হবে।
তিনি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচী অবহিত করেন। তিনি বলেন,নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ সংগ্রহশালা নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমরা চাই এই সংগ্রহশালাতে আমাদের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা রিচার্স করতে এখানে আসবে। বাংলা ও ইংরেজি দুই ভাষারই বই এই সংগ্রহশালায় থাকবে। ইতিবাচক নারায়ণগঞ্জ গঠনে সবাইকে আমরা পাশে চাই।’
জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের আয়তন বাড়ানোর ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। আমরা এব্যাপারে সহযোগিতা করতে চাই।
এছাড়া তিনি জানান, নারায়ণগঞ্জের টাউন হলকে ১৫ তলা কিংবা ১০ তলা ভবন তৈরি করে থিয়েটার তৈরি করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা।
এরআগে আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘শুধু এই প্রজন্ম নয়, হাজার বছর ধরে যতগুলো প্রজন্ম আসবে এদেশে, তাদের শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি ঋণ শোধরাবার নয়। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করা, বঙ্গবন্ধুকে নিয়ে বলা খুবই প্রয়োজন। বঙ্গবন্ধু জানতে মুক্ত গণমাধ্যমের গুরুত্ব। সেজন্য ১৯৭৪ সালে বাংলাদেশ প্রেসকাউন্সিল গঠন করেছিলেন। পিআইবিও তিনি গঠন করে দিয়েছিলেন। এখন এসব প্রতিষ্ঠান সাংবাদিকদের মানোন্নয়ে কাজ করছে। এমনই ছিল বঙ্গবন্ধুর দুরদর্শিতা।’
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম শফিউল আলম বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ করতে আমাদের সঠিকপথে তরুণদের নির্দেশনা দিতে হবে। জাতির পিতাকে সঠিকভাবে নতুন প্রজন্মের তুলে ধরতে হবে। বাংলাদেশ, বাংলাভাষা যতদিন থাকবে আমাদের প্রত্যাশা জাতির পিতার নাম ততদিন টিকে থাকবে।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দ্বীপ আজাদ বলেন, ‘জাতির জনকের জন্মশতবার্ষিকী যখন পালন করছি সেই সময় বাংলাদেশ ৫০ বছরে পা দিয়েছি। বঙ্গবন্ধু সম্পর্কে, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের কয়েকটি প্রজন্ম ভুল ইতিহাস জেনে এসেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সঠিক ইতিহাসটি জানাতে নিজ ঘর থেকে, চারপাশে সবার কাছে তুলে ধরা, পৌঁছে দেয়া সঠিক ইতিহাস।’
সভাপতির বক্তব্যে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম বলেন, ‘আমি আমার জীবনে দুইবার বঙ্গবন্ধুকে দেখেছি। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে দেখেনি, তার আদর্শ সম্পর্কে জানছে। আমরা যারা আছি, যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে চেষ্টা করবো।’
জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণজয়ন্তী পালনের সময় একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল রজতজয়ন্তী পালনের ঘোষণা দিয়েছে, এটিকে আমরা ধিক্কার জানাই। কারণ, তারা বাংলাদেশকে মনে ধারণ না করে এখনো পাকিস্তানকে মনে ধারণ করে তারা কখনো রজতজয়ন্তী পালন করতে পারেনা। তারা বাংলাদেশের ইতিহাসকে ভুলন্ঠিত করতে চেয়েছিল। তাদের এখনকার ছলচাতুরি কখনোই আমরা মেনে নেবোনা।’তিনি বলেন অতীত ভুলের জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে।পরে অতিথিরা কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করেন এবং সাংবাদিক ইউনিয়নের সদস্যদের পরিবারের সদস্যরা পিঠা উৎসবে অংশ নেয়।