সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শাসনগাঁও বিসিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহামুদ। এতে দুই গ্রুপের আহত হয়েছেন বেশকজন।
থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। রাসেল অভিযোগে দাবি করেছেন- মাদক ব্যবসায়ে বাধা দেয়ায় তার উপর হামলা চালানো হয়েছে। তবে অপর গ্রুপের অভিযোগে দাবি করেছে- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাসেল বাহিনী নিয়ে মামলা চালিয়েছে।
এদিকে আহত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদকে দেখতে তার বাসায় গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা। এসময়ে তারা আহত রাসেল মাহমুদের শারীরিক খোঁজ খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
১৬ মার্চ মঙ্গলবার দুপুরে ফতুল্লাস্থ শাসনগাঁও বিসিক এলাকায় রাসেল মাহমুদের বাসভবনে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ আহত জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদের পরিবারের পাশে জেলা বিএনপি সব সময় আছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, একরামুল কবির মামুন, শাহ্ আলম হিরা, বোরহান বেপারী, জেলা স্বেচ্ছাসেবক সহ-সভাপতি জাকির হোসেন রবিন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সদস্য নজরুল ইসলাম, হযরত আলী প্রমুখ।