সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় সোনারগাঁও পৌরসভাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে বারদী ইউনিয়ন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিববর্ষ ক্রিকেট গোল্ডকাপ টুনামেন্ট খেলায় সোনারগাঁ পৌরসভাকে হারিয়ে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের দল বারদী বুলস ক্লাব বিজয়ী হয়ে সেমিফাইনালে ওঠেছে।
১৬ মার্চ মঙ্গলবার শেখ রাসেল স্টেডিয়ামে খেলায় প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে পৌরসভা গ্লাডিয়েটরস ২০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে বারদী বুলস ক্লাব ব্যাট করতে নেমে ১২ ওভারে ১৪৩ রানে সংগ্রহ করে বিজয়ী হয়। খেলায় ৮ ওভার ও ৭ ওইকেট হাতে রেখেই খেলা বিজয়ী হয় বারদী।
খেলা চলাকালীন সময়ে অতিথি মঞ্চে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক প্রমূখ।