বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে ১৮জন প্রার্থীর মনোনয়ন জমা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

অত্যন্ত উৎসবমূখর ও আনন্দঘন প‌রি‌বে‌শে বাংলা‌দেশ হো‌সিয়ারী এসোসি‌য়েশনের পরিচালনা পর্ষদ (২০২১-২০২৩) নির্বাচনে ১৮জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে‌ছেন।

১৮ মার্চ বৃহস্প‌তিবার দুপুর ১২টায় বি‌সিক হো‌সিয়ারী শিল্প নগরীস্থ বাংলা‌দেশ হো‌সিয়ারী এসো‌সি‌য়েশ‌নের হো‌সিয়ারী ভবন কার্যাল‌য়ে নির্বাচন বো‌র্ডের চেয়ারম্যারন জি এম ফারুক, সদস্যা ফারুক বিন ইউসুফ পাপ্পু এবং খন্দকার সাইফুল ইসলামের নিকট নাজমুল আলম সজলের নেতৃ‌ত্বে ২০২১-২০২৩ কার্যকালের পরিচালনা পর্ষদের প‌রিচালক প‌দে ১৮জন প্রার্থী ম‌নোনয়ন পত্র জমা দেন।

প‌রিচালক প‌দের জেনা‌রেল গ্রুপে ১২ জন এবং এসো‌সি‌য়েট গ্রুপে ৬ জন মনোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছেন।

জেনা‌রেল গ্রুপের ১২ জন হ‌লো- মোঃ নাজমুল আলম সজল, মোঃ ক‌বির হোসেন, মোঃ আতাউর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধা আলী আহ‌মেদ শেখ, মোঃ মোজা‌ম্মেল হক, মোঃ আবদুল হাই, মোঃ ম‌নির হো‌সেন, বৈদ্যানাথ পোদ্দার, মোঃ সা‌ব্বির আহ‌মেদ সাগর, আমিরউল্লাহ রতন, মোঃ সাখাওয়াত হো‌সেন সুমন, আবুল বাশার বা‌সেত।

এসো‌সি‌য়েট গ্রুপের ৬ জন হ‌লেন সাঈদ আহ‌মেদ স্বপন, মোঃ না‌ছির শেখ, মোঃ শাহীন হো‌সেন, না‌ছিম আহ‌মেদ, মোঃ আতাউর রহমান, মোঃ মিজানুর রহমান।

আগামী ১০ এপ্রিল অনু‌ষ্ঠিত হ‌বে বাংলা‌দেশ হো‌সিয়ারী এসো‌সি‌য়েশন (২০২১-২০২৩ ইং) প‌রিচালনা পর্ষদ নির্বাচন।

নির্বাচনে আপীল বো‌র্ডের চেয়ারম্যান হি‌সে‌বে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফের‌দৌস জুয়েল এবং সদস্য হি‌সে‌বে সো‌হেল আক্তার সোহান ও মোঃ আরিফ দিপু দা‌য়িত্ব পালন কর‌ছেন।