সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২০১৫ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে বেশ আলোচিত ছিলেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। মুলত ওই সময় পৌরসভা নির্বাচনে তার ভগ্নিপতি অ্যাডভোকেট এটি ফজলে রাব্বীর মনোনয়ন লড়াই এবং মনোনয়ন ভাগিয়ে এনে নির্বাচনী লড়াইয়ে পেছনে আলোচনায় তিনি এই এমপি। যার সঙ্গে ছিলেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তবে এবার ৫ বছর পর আবারো সেই দুই নেতাকে এক মঞ্চে দেখা গেল। তবে গত পৌরসভা নির্বাচনের পূর্বে মোগরাপাড়ায় একজন প্রভাবশালী মন্ত্রীকে এনেছিলেন এমপি বাবু ও সাবেক এমপি কায়সার। ওইদিনও তারা একই মঞ্চে ছিলেন।
এদিকে পৌরসভা নির্বাচন সীমানা জটিলতায় আটকে থাকলেও যেকোনো সময় পৌরসভা নির্বাচন হতে পারে এমনটা প্রত্যাশা পৌরবাসীর। কিন্তু নতুন করে এমপি বাবু ও কায়সার হাসনাত এক মঞ্চে ওঠায় আবারো ভিন্ন মেরুকরণ শুরু হয়েছে সোনারগাঁয়ের রাজনীতিতে। যদিও বিএনপির সাবেক এমপি রেজাউল করিমের ভাইও ওই মঞ্চে উপস্থিত ছিলেন যিনি একজন ব্যবসায়ী।
জানাগেছে, ২০ মার্চ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৯০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ বজলুর রহমান সিআইপি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হাবিব মোঃ হালিমুজ্জামান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অডিশনাল ইন্সপেক্টর জেনারেল মাহাবুব হোসেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সিআইডির ডিআইজি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুুুুপার (খ-সার্কেল) শেখ মোঃ বিল্লাল হোসেন, অগ্রনী ব্যাংকের পরিচালক তানজিনা ইসমাইল, হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এমএ আউয়াল, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা কর্ণেল জহিরুল হক খান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিসির যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন, হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভূঁইয়া, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহ-সভাপতি এমএ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আয়োজক কমিটির সদস্য আলী আহাম্মদ প্রমূখ।
আলোচনা শেষে বিকেলে হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর ৯০ বছর পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম অভিনেতা নায়ক সাকিব খান, অভিনেত্রী অপু বিশ্বাস, সঙ্গীত শিল্পী আখি আলমগীর, ইমরান, লুইপা ও পড়শি, অনুপমা মুক্তিসহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।