জেলা ছাত্রদল সভাপতি রনির বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমানের রনির বিরুদ্ধে ফতুল্লা থানার দায়েরকৃত অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

২২ মার্চ সোমবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই মামলায় পুলিশ কর্মকর্তা এএসআই আবুল কালাম আজাদ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন। বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৩৬/১৯।

এছাড়াও আরোও তিনটি রাজনৈতিক মামলায় জেলা ও দায়রা জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির দেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ফতল্লা থানার একটি অস্ত্র মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা প্র্রথম আদালতে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এই মামলায় পুলিশ কর্মকর্তা এএসআই আবুল কালাম আজাদ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।

তিনি আরও বলেন, এগুলো সব গায়েবী মিথ্যা মামলা। এসব মামলায় রনির কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে তার বিরুদ্ধে এই অবৈধ অস্ত্র মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করা হয়েছিল।

হাজিরাকালে আদালতপাড়ায় ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ জেলা ছাত্রদল ও ফতুল্লা থানা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে পুলিশ। তবে রনির পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ফতল্লা মডেল থানার তৎকালীন ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানিয়েছিলেন, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রনিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময়ে রনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।