সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতীয় লিগে এবার হৈ চৈ ফেলে দেয়ার ঘোষণা দিয়েই মাঠে নেমেছেন নাসির হোসেন। বলেছেন, ৬ ম্যাচে করতে চান হাজার রান। মাঠে নেমে প্রথম খেলায় তার সুস্পষ্ট আভাস। বিকেএসপিতে শক্তিশালী ঢাকা বিভাগের বিপক্ষে দল চাপে, তারপরও নাসির ঠিকই দৃঢ়তার সাথে ব্যাট করেছেন।
আগের দিনই মনে হচ্ছিল, সেঞ্চুরি করতে যাচ্ছেন নাসির। ঢাকা বিভাগের বিপক্ষে গতকাল (মঙ্গলবার) ম্যাচের দ্বিতীয় দিনই শতরানের খুব কাছাকাছি পৌঁছেছিলেন রংপুর বিভাগের নাসির। অপরাজিত ছিলেন ৯৩ রানে।
আজ ম্যাচের তৃতীয় দিন বিকেএসপিতে সকালের সেশনেই সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন নাসির। ২৫২ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছোঁয়া নাসির শেষ ব্যাটসম্যান হিসেবে সালাউদ্দীন শাকিলের বলে বোল্ড হয়েছেন।
৩৩৫ মিনিট উইকেটে থেকে ২৫২ বল খেলে ১১৫ রানে সাজঘরে ফেরেন নাসির। লড়াকু এই ইনিংসটি তিনি সাজান ৪ ছক্কা ও ১১ চারের মারে। নাসিরের আউটের মধ্য দিয়ে ২৩০ রানে (৯৩.৪ ওভার) থেমেছে রংপুরের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৩৬৫ রান করা ঢাকা বিভাগ পেয়েছে ১৩৫ রানের লিড।
ঢাকার বাঁহাতি স্পিনার নাজমুল অপু ছিলেন সবচেয়ে সফল বোলার। ৮৯ রান খরচায় তার ঝুলিতে জমা পড়েছে ৪ উইকেট।