সান নারায়ণগহ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার (৫০) সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত চারবারের এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ছেলে আজমেরী ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ মহানগরীতে কয়েক হাজার নেতাকর্মীদের বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়।
৬ মার্চ শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুর থেকেই আজমেরী ওসমানের সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ রোড এলাকায় জড়ো হতে থাকে নেতাকর্মীরা। পরে বিকেল ৪টার দিকে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে হাজারও নেতাকর্মীদের বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। এটি নেতাকর্মীদের তাক লাগানো বিশাল মিছিল।
র্যালীটি নগরীর চাষাঢ়া চত্বরে হয়ে কালীর বাজার মোড়ে দিয়ে ২নং রেলগেইট হয়ে মন্ডলপাড়া ব্রীজ ঘুরে মাসদাইর কবরস্থানে গিয়ে প্রয়াত এমপি নাসিম ওসমানের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয।
এসময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রয়াত নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ড ভ্যান ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুবলীগ নেতা আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা মিনিবাস শ্রমিক কর্মচারী সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলিসি ঘোষ, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী, নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস মালিক কমিটি সভাপতি মনির হোসেন, সম্পাদক আবুল হাশেম রিংকু, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী সভাপতি এনামুল হক খোকা, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর সভাপতি শাহ্ আলম সবুজ, নাসিম ওসমান ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক নাদভী আহমেদ রুন, সনেট, মনির, শাওন সহ জাতীয় পার্টি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।