স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দিনব্যাপী কর্মসূচি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জেলা ও মহানগর যুব ঐক্য পরিষদের আয়োজনে সারাদিন ব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

২৬ মার্চ শুক্রবার মহান স্বাধীনতার (৫০) সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দশটায় শহরের শীতালক্ষ্যা মন্দিরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

পরে ক্যানসার রোগীর চিকাৎসার জন্য নগদ অর্থ সহায়তা এবং বীর মুক্তিযোদ্ধা সংবধর্না দেওয়া হয়। পরে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের আইন বিষযক সম্পাদক অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, ১৮নং ওয়ার্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহম্মেদ রবি, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসাইন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা ঐক্য পরিষদের সাবেক নেতা ও শিক্ষক সুভাষ চন্দ্র পাল, মনোতোষ হালদার বেনু, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য প্রদীপ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের নেতা গনেশ সাহা, তনুরাম হালদার, বিকাশ সাহা, অরুন পোদ্দার, অরুন দেবনাথ, পিন্টু রায়, কৃষ্ণ মজুমদার, সঞ্জয় কুমার দাস, রাজীব ভৌমিক, জন সরকার, ১৮নং ওয়ার্ড সভাপতি সমীর দেবনাথ, সাধারণ সম্পাদক গৌতম ব্যানার্জী মিঠু, তপন মালাকার, বিজু দত্ত, দুলাল দেবনাথ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের অ্যাডভোকেট অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সদর উপজেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, সাধারণ সম্পাদক তিতাস বিশ্বাস, বন্দরের সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, আড়াইহাজারের সভাপতি অটল ভৌমিক, সাধারণ সম্পাদক রিপন কর, সোনারগাঁ সদস্য সচিব লিটন ভৌমিক, জেলার সহ-সভাপতি দোলন দাস, মহানগরের সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, সহ- সাংগঠনিক প্রনয় সিংহ, জেলার সাংগঠনিক সম্পাদক জ্যাকি নন্দী, সুজন ঘোষ, বিরাজ পাল চৌধুরী, পিযুজ দত্ত, সঞ্জিত শীল, বলাই ঘোষ প্রমুখ।

সার্বিক সহযোগিতয় নারায়ণগঞ্জ মহানগর ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সদর ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল ও আনন্দ কুমার সেরাওগী।