সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাকালের স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ ১৫৭তম লাশ দাফন সম্পন্ন করেছে। এবার মাত্র সাত দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় দুজনের লাশ সৎকার/দাফন করেছে টিম খোরশেদ। তাদের মাঝে করোনার লক্ষণ ছিল।
২৭ মার্চ শনিবার নারায়ণগঞ্জ মহানগরীর কালীরবাজার নিবাসী স্বর্ণ ব্যবসায়ী লক্ষন চন্দ্র বর্মন (৩৬) করোনা আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থয় মৃত্যুবরণ করেন। পারিবারিক আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে সৎকার সম্পন্ন করেছে।
টিমে ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, মোঃশহীদ, আলী সাবাব টিপু, ইসতিয়াক খন্দকার নকীব ও নাইম মোল্লা। এদের মধ্যে সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের ছেলে নকীবও এই টিমে রয়েছে।
উল্লেখ্য যে, গত সপ্তাহে ১৮ মার্চ লক্ষনের পিতা কার্তিক বর্মণও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।