সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনের ৬তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৬ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ২জন শিশুসহ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে। বাকি দগ্ধ দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই দুজনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে টিম খোরশেদ।
৮ এপ্র্রিল বৃহস্পতিবার টিম খোরশেদের টিম লিডার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ওই পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়।
চিকিৎকাধীন দগ্ধ দুই জনের চিকিৎসার বৃহস্পতিবার টিম খোরশেদের স্বেচ্ছাসেবক নাজমুল কবীর নাহিদের সহায়তায় ১০ হাজার টাকা অগ্নিদগ্ধ পরিবারের হাতে তুলে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- টিম খোরশেদের সদস্য নাজমুল কবীর নাহিদ, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, শফিউল্লাহ রাজু প্রমুখ।
এখানে উল্লেখ্যযে, গত বছর থেকে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে আসছে টিম খোরশেদ। একই সঙ্গে করোনায় আক্রান্ত্র হয়ে ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা দেড় শতাধিক লাশ দাফন ও সৎকার করেছে টিম খোরশেদ।