তুমি বললে আমি অহংকারী—– রেজওয়ানা চৌধুরী সোনিয়া

———————–
তুমি বললে আমি অহংকারী
মেনে নিলাম যাও
তুমি বললে আমি…
কাঠখোট্টা, একরোখা, হৃদয়হীনা
হাসলাম, হেসে ভাবলাম!
তুমি যা বলবে তাই…

তুমি বললে নারীরা ছলনাময়ী
পুরুষের মন বুঝে না
শুনে ভাবছি,
কি বলা উচিত এখন আমার…

তুমি বলছো…
আমি মিথ্যে বলি
ভালোবাসি না তোমায়।

তুমি বলছো…
কত রাত তুমি কেঁদে কাটিয়েছো
আমার প্রতিক্ষায়,
আমি হাসলাম! হাসলাম অট্টহাসি…
দেখে তোমার সব মিথ্যে অভিনয়,

জানো! আমি সব বুঝি
ছলনা, অভিনয়, প্রতারণা

তবু জানি না কেন
তোমার অভিনয় গুলো
আজ বড্ড ভালোবাসি।