সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিল শনিবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার পর রয়েল রিসোর্ট, আওয়ামীলীগের পার্টি অফিস, যুবলীগ ও ছাত্রলীগের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিদর্শন করেছেন আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।
১০ এপ্রিল শনিবার বিকেল ৫টার দিকে সোনারগাঁ রয়েল রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ফ্লোর পরিদর্শন করেন নেতারা।
পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগ নেতারা রয়েল রিসোর্ট ঘটে যাওয়া নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা সহ সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, পিরোজপুর ইউপি আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান শামসু, সেবক লীগের সভাপতি আরিফুর রহমান রবিন প্রমূখ।