সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
দ্বিতীয় ধাপে নাড়া দিয়েছে মহামারি করোনা ভাইরাস। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচারণা ও মাস্ক বিতরণে নেমেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ থেকে আগামী নির্বাচনে সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী। কিন্তু ১০টি ইউনিয়নের মধ্যে বাকি চেয়ারম্যান প্রার্থীদের এখণও দেখা যাচ্ছেনা। যদিও করোনার শুরুতে প্রথম ধাপে সোনারগাঁয়ের বেশকজন চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থীর ভুমিকা ছিল বেশ প্রশংসনীয়।
এদিকে চলছে লকডাউন। চলে আসছে রমজান মাস। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে দিনমজুর খেটে খাওয়া পরিবারগুলো ও অসহায় দুস্থ পরিবারগুলোও। এখনও পর্যন্ত তাদের পাশে এগিয়ে আসতে দেখা যায়নি কোনো চেয়ারম্যান প্রার্থীকে। তবে বারদী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য লায়ন মাহাবুবুর রহমান বাবুল এবং মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্র্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনি করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই জনসেচতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র ও মাস্ক বিতরণ করছেন।
এছাড়াও পবিত্র রমজান মাসে পথচারীদের মাঝে ইফতার বিতরণও শুরু করেছেন সোহাগ রনি। ১৬ এপ্রিল শুক্রবার তিনি মোগরাপাড়া্ ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন। এর আগে কয়েক দিন যাবত মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে আসছেন।
এর আগে করোনার প্রথম ধাপে অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন লায়ন বাবুল। নিয়মিত তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। যা বেশ আলোচিত হয়েছিল সেই সময় তার ভুমিকা। এবার তিনি ইতিমধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছেন। ঈদ নাগাদ তিনি খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলেও জানাগেল।