লকডাউনে ৩’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন ডিসি মোস্তাইন বিল্লাহ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

লকডাউনে অসহায় দিনমজুর খেটে খাওয়া শ্রমিক, রিক্সাচালক এমন শ্রেণির ৩’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেরা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। লকডাউনে কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

১৯ এপ্রিল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এসব ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার মো. মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তোফাজ্জল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ জানান, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনমতো এর পরিধি আরো বৃদ্ধি করা হবে।

এসময় তিনি সামর্থবানদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর উদাত্ত আহ্বান জানান।