বাংলাদেশ নিটিং ওনার্স নির্বাচনে ইব্রাহীম চেঙ্গিস, প্যানেলের মনোনয়ন ক্রয়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনে মিজান ও কামালের নেতৃত্বে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই প্রথমবারের মত জাতীয় এ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে যাচ্ছে।

২১ এপ্রিল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার শিল্পনগরী বিসিক পঞ্চবটি এলাকাস্থ সংগঠনটির কার্যালয়ে এ মনোনয়ন সংগ্রহের কার্যক্রম চলে।

জানা গেছে, দীর্ঘ চার বছর সিলেকশন হলেও এবারই প্রথম এ আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে। নির্বাচনকে ঘিরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো শিল্পনগরী এলাকায়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিকেএমইএ এর সহ সভাপতি মোহাম্মদ হাতেম, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ২৬ই এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া আগামী ২৬ মে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ প্রথম দিনে হাজী মো. মিজানুর রহমান ও কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নিটিং মালিক ঐক্য ফোরাম প্যানেলে ২২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তারা হলেন : মো.ইব্রাহিম চেঙ্গিস, মো.সিরাজুল ইসলাম চৌধুরী, দুলাল হোসেন, মো.সাইদ, মো.আক্তার হোসেন, মো.হাসান ভুইয়া, মো.মহসিন মৃধা, মো.জাকির হোসেন, মো.হুমায়ুন কবির, মো.দেলোয়ার, মো.ফারুক, মো.উমর ফারুক, মো.মোক্তার, মো.সেলিম, সিমুল, জাকির জে আর এস, মাহফুজ, রাকিব, মিজান (মালিহা), মিজান (পাওয়ার)।