সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরলাল গ্রামে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে আর.সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্। যুবলীগ নেতা সোলায়মান হোসেন সুজনের বাড়ি হতে সালাউদ্দিনের বাড়ি পর্যন্ত আর.সিসি ঢালাই রাস্তা এল.জি.এস.পি-৩ প্রকল্পে রাস্তা নির্মাণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, ইউনিয়নের কৃষকলীগের সভাপতি জামাল হোসেন, সনমান্দী ইউনিয়নের যুবলীগের সভাপতি সোলায়মান হোসেন সুজন, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাবুল, ৮নং ওয়ার্ডের মেম্বার হারুন রশিদ মোল্লা, দলিল লিখক আবু সিদ্দিক, সচিব জামান, সোহেল মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওই সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড, শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের উন্নয়ন হচ্ছে।
এ সময় তিনি আরো বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষম উন্নয়ন সাধিত করা।
তিনি আরো বলেন, আমার দেহে যত সময় প্রাণ থাকবে এই সনমান্দী ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনশাহআল্লাহ্।