সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের কঠোর পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্বামী পরিত্যক্ত, বিধবা অসহায়, দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া কর্মহীন ও দুস্থ পরিবারদের মাঝে তৃতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ এপ্রিল রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ।
খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারের দেয়া লকডাউনে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তবে এই সরকারের আমলে কোন পরিবার না খেয়ে থাকবেনা। তাই প্রধান মন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের নিজেস্ব তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এর আগেও দুই দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনমজুর, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে এাণ বিতরণ করা হয়। এ ধরণের সহযোগীতা জেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান থাকবে। এসময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।