সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মরহুমা মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।
২৬ এপ্রিল সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ হলরুমে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।
এতে বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী ছগির আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদউদ্দিন আহম্মেদ মঞ্জু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়, সোনারগাঁও থানা, সোনারগাঁও মুক্তিযোদ্ধা সংসদ ও সোনারগাঁও প্রেস ক্লাবকে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদেও মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।
মরহুমা মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন, করোনা দ্বিতীয় পর্যায়ে জনসাধারণকে সুরক্ষায় রাখতে নেতাকর্মীদের মাধ্যমে বিতরণের জন্য প্রতিটি ইউনিয়নে দেওয়া হয়েছে।