সোনারগাঁয়ে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকারি নির্দেশনায় লকডাউনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপাকে পড়া অসহায় দুস্থ ৪৫০টি পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে প্রিমিয়ার ব্যাংক মেঘনা ঘাট শাখা।

২৭ এপ্রিল মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে প্রিমিয়ার ব্যাংক মেঘনা ঘাট শাখার উদ্যোগে এ খাদ্য সহায়তা বিতরণ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

প্রিমিয়ার ব্যাংক মেঘনা ঘাট শাখার জেনারেল ম্যানেজার মো. মেহেদী হাসান সরকারের সভাপতিত্বে খাদ্য সহায়তাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

খাদ্য সহায়তার মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি পেয়াজ, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি লবন।

ত্রাণ বিতরণকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন, শাহিন আলম, আলম চাঁন, আবু হানিফ ও ত্রাণ কমিটিসহ প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।