ডিসির নির্দেশে সেহরির খাবার বিতরণে এসিল্যান্ড হাসান বিন আলী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গভীর রাতে ছিন্নমূল মানুষদের মাঝে নগরীর বিভিন্ন স্থানগুলোতে সেহেরির খাবার বিতরণ করছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার সদর সার্কেলের (ভূমি) হাসান বিন আলী।

সদর থানা পুলিশের এসআই অলিউল্লাহ সহ সংঙ্গীয় ফোর্সের সহায়তায় নগরীর নবীগঞ্জ গুদারাঘাট, চাষাড়া, কালীর বাজার, চারারগোপ, ৫নং গুদারা ঘাট, ৩নংগুদারা ঘাট, মাছ ঘাট, রেল ষ্টেশন এলাকায় ঘুরে ঘুরে ছিন্ন মূল মানুষের হাতে সেহেরির খাবারের প‍্যাকেট তুলে দেন এসিল‍্যান্ড হাসান বিন আলী।

বিতরণকৃত প্রতিটি সেহেরির প‍্যাকেটে ছিলো এক বক্স মুরগির বিরিয়ানি, কিনলে কোম্পানির একটি পানির বোতল ও ২.৫০ মি.লি. একটি কোমল পানি।

সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন আলী জানান, বতর্মান সরকারের আমলে এই প্রথমই এবার দেশের বিভিন্ন জেলায় জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে রমজান মাসে ইফতার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে আর এর ধারাবাহিকতা রেশ ধরেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক দেশের মধ্যে সর্বপ্রথম সেহেরি বিতরণ কার্যক্রম শুরু করেছেন।

তিনি আরও জানান, প্রথম রমজান থেকেই আজ ১৪ রমজানের রাত পযর্ন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে আমরা প্রতিরাতেই নগরীর অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে সেহেরি বিতরণ করে আসছি এবং রোজার শেষ দিন অবদি আমাদের কার্যক্রম অব‍্যাহত থাকবে।  প্রতিদিনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা জেলার প্রতিটি থানা এলাকার ছিন্নমূল মানুষের মাঝে সেহেরির খাবার পৌঁচে দিচ্ছি আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার সহ পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহর রহমতে আমরা যেন ছিন্ন মূল মানুষদের এই সেবাটুকু করতে পারি।