সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জবাসীর কাছে একটি মানবিক নাম আনছর আলী। দেশে চলমান করোনা মহামারির প্রথম ধাপে পাট ও বস্তু মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপির নির্দেশনায় ৩৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।
এবার দ্বিতীয় ধাপে করোনাকালীন সময়ে ও ঈদ উপলক্ষে রূপগঞ্জ সদর ইউনিয়নের ৫ হাজার নিন্ম আয়ের লোক, এতিম, অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রম শুরু করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।
২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভিংরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ শতাধিক দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেন তিনি। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,চিনি,আলু ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে আওয়ামীলীগ নেতা আনসার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, কার্যকরী সদস্য আব্দুল মান্নান মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান খান।