সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘মুজিব ভিলেজ’। প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের ভূমি ও গৃহ প্রদান প্রকল্পের (২য় পর্যায়) প্রস্তাবিত সৈয়দপুরের তৃতীয় শীতলক্ষ্যা সেতু সংলগটন রেইন বো ডায়িং এর পাশে জায়গায় এই মুজিব ভিলেজ তৈরি হবে।
গত ২৯ এপ্রিল সেখানকার ১নং খাস খতিয়ান ভুক্ত ২টি দাগের মোট ৫৮ শতাংশ ভূমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা রাজস্ব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন আলী, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, গোগনগর ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তা সহ সদর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন সদর থানা পুলিশ ও সশস্ত্র আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এ সময় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার এই বিশেষ প্রকল্পের কাজ যেনো দ্রুত গতিতে এগিয়ে চলে সেজন্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয় এবং মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে খাস ভূমি উদ্ধারে ও সীমানা চিহ্নিত করার কাজে জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়।